আজকাল ওয়েবডেস্ক: বার্ধক্যকালীন চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক প্রৌঢ় দম্পতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার গোরাবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই দম্পতির তিন সন্তান। বড় ছেলে আগেই মারা গেছেন। বাকি দুই সন্তানের সঙ্গে গোরাবাজার জর্জ কোর্ট এলাকায় একটি বাড়িতে থাকতেন কল্পনা এবং শম্ভুনাথ ঘোষ। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা ছিল ওই দম্পতির। কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছিল না। মৃত দম্পতির এক প্রতিবেশী জানান, দুই ছেলের বাড়িতে ১৫ দিন করে থাকতেন তারা। গোরাবাজার এলাকার বর্ধিষ্ণু ওই পরিবারের দুধের ব্যবসা ছাড়াও মুদিখানার দোকান রয়েছে বলে জানা গেছে। মৃত দম্পতির এক নাতি কৌশিক ঘোষ জানান, ‘দাদু–ঠাকুমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু তারা কারোর উপর বোঝা হতে চাইতেন না। এদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির বারান্দায় পাশাপাশি দুটো দড়িতে তাদের দেহ ঝুলছে।’