• ফের রেল দুর্ঘটনা, মালদায় মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার গামী একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয় মালদার কুমেদপুর জংশনের কাছে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান কাটিহার ডিভিশনের রেলকর্তারা। জানা গেছে, মালগাড়িটি ডাউন লাইনে রয়েছে। আপাতত মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। জানা গেছে, বগিগুলি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। তার পর সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে।

    এই দুর্ঘটনায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। যাত্রা বিলম্ব হয়েছে আপ ও ডাউন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন–সহ একাধিক ট্রেনের। 

    ‌‌সম্প্রতি বেশ কিছু রেল দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মারা যান অন্তত ৮ জন। তারও আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মারা যান বহু মানুষ। 
  • Link to this news (আজকাল)