• ‘আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে’, ইউনুস-অন্তর্বর্তী সরকার-বাংলাদেশের জনতাকে শুভেচ্ছা মমতার...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তাঁর সঙ্গেই উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন আরও ১৬ জন। শুক্রবার নিজের সমাজমাধ্যমে মহম্মদ ইউনুস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সে দেশের জনতাকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, অধ্যাপক মহম্মদ ইউনুস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।

    বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভাল হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

    আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব।‘
  • Link to this news (আজকাল)