• শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায়, উত্তরবঙ্গ নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতি পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পর, শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার মহানগরের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.০২ ডিগ্রি। 

    শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশকিছু জেলায়। তবে শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার প্রায় সব জেলা ভেজার সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে। রবিবারও ভাল পরিমাণ বৃষ্টি হবে জেলায় জেলায়।

    শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের দ্যর্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ এবার টানা বর্ষণের সাক্ষী। হাওয়া অফিস জানাচ্ছে, পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে। কমতে পারে রাস্তার দৃশ্যমানতা।
  • Link to this news (আজকাল)