আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য...
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল আর জি কর থেকে উদ্ধার করা হল মহিলা চিকিৎসকের দেহ। এমারজেন্সি বিভাগের চারতলা থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার অনকলে ছিলেন ওই চিকিৎসক। এরপর শুক্রবার সকালেই সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেও তিনি ডিউটিতে ছিলেন। তবে শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর জি কর হাসপাতালে।