সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত বহু ট্রেন বাতিল থাকবে।
তার মধ্যে রাতে ও ভোরের দিকে বাতিল থাকবে দু’জোড়া বনগাঁ লোকাল, পাঁচ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল, হাসনাবাদ লোকাল। বাতিল থাকবে একটি করে নৈহাটি, বিবাদী বাগ লোকাল। এছাড়া দশটি লোকাল ট্রেন স্বল্প দূরত্বে চলবে, ঘুরপথে চলবে একাধিক ট্রেন। প্রসঙ্গত, সপ্তাহান্তে রেলের এই কাজ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। রেলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোগ উগড়ে দিচ্ছেন যাত্রীরা।