• ফিল্ম সিটির জমি সৌরভকে, রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ হাইকোর্টের
    এই সময় | ১০ আগস্ট ২০২৪
  • পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটির জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার বিষয়ে রাজ্যের সিদ্ধান্তে সাময়িক হস্তক্ষেপ হাইকোর্টের। মোট ৩১৮ একর জমির জন্য ৪৩ কোটি টাকা পেয়েছে রাজ্য। হাইকোর্টের নির্দেশ, এই মামলার বিচারের উপর জমির মালিকানার ভবিষ্যৎ নির্ভর করবে।জানা গিয়েছে, মোট ৩৫০ একরের জমির মধ্যে ১১.২৮ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে। কোর্টের নির্দেশ, রাজ্যের দায়িত্ব ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা। এই অবস্থায় ওই জমি নিয়ে কোনওরকম ব্যবহার, বিক্রি কিছু করতে পারবে না রাজ্য। এই সময়ের মধ্যে সেখানকার মোট যে পরিমাণ জমি কোম্পানিকে দেওয়া হয়েছে, নাগরিকের আস্থা অর্জনের জন্য তা পুনরায় খতিয়ে দেখতে হবে। এই নিয়ে সব পক্ষের বক্তব্য হলফনামা দিতে হবে।

    হাইকোর্টের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে। পাঁচ সপ্তাহ পড়ে ফের শুনানি। হাইকোর্ট এদিন আরও জানায়, রাজ্য, সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোণার ওই জমি সরেজমিনে খতিয়ে দেখতে হবে। সেখানে প্রয়াগের তরফে ফিল্ম সিটির জন্য যে সব পরিকাঠামো তৈরি হয়েছিল, তার বাজারমূল্য খতিয়ে দেখতে হবে। আগামী শুনানিতে তার একটা বাজারদর অনুযায়ী হিসাব আদালতে দিতে হবে রাজ্যকে।

    একইসঙ্গে রাজ্যকে আদালতকে বোঝাতে হবে, কেন ওই জমি নিলাম না করে, কেন ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা হল? যদি রাজ্যে এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়, তাহলে জমি হস্তান্তরের পদ্ধতিতে আপত্তি করবে আদালত বলে জানানো হয়। বিচারপতি জয়মাল্য বাগচী ও অন্যান্য বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ওই জমি দেওয়ার ক্ষেত্রে কি নিলাম হয়েছে? যদি না হয় তাহলে কেন হয়নি? যদি তাও না হয়, তাহলে সংবাদপত্রে বিজ্ঞাপনের পর নির্দিষ্ট সময় দেওয়া দরকার। অন্য কোনও গ্রাহক আগ্রহ দেখায় কিনা। যদি এমনটা না করা হয়ে থাকে তখনই মানুষের মনে প্রশ্ন আসবে। এটাও খোঁজা আমাদের দায়িত্ব রাজ্যের স্বার্থে।'
  • Link to this news (এই সময়)