আজকাল ওয়েবডেস্ক: ‘অজানা জ্বরে’ আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ডেঙ্গি জ্বরের আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত মহিলার নাম এলিনা খাতুন (৩৬)। বাড়ি সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। ওই মহিলা গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তিনি মারা যান।