• মুর্শিদাবাদে ‌‌অজানা জ্বরের বলি এক
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌অজানা জ্বরে’‌ আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ডেঙ্গি জ্বরের আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত মহিলার নাম এলিনা খাতুন (৩৬)। বাড়ি সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। ওই মহিলা গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তিনি মারা যান। 

    প্রসঙ্গত, গত সোমবার সামশেরগঞ্জের মধ্যচাচন্ড গ্রামের বাসিন্দা বছর ১৯–এর সোহেল রানা নামে এক যুবকের ডেঙ্গিতে মৃত্যু হয়। এই ঘটনার পরেই ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা মারার তেল ‘‌স্প্রে’‌ করা হয়েছিল। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, সাত সন্তানের মা এলিনা খাতুন গত দু’‌তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। এলিনার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, এলিনার জ্বর না কমায় দিন তিনেক আগে তাঁকে গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডাক্তারের ওষুধ খেয়ে এলিনা কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকাল থেকে সে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

    এরপর এলিনার পরিবারের সদস্যরা তাঁকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। রাতে সেখানেই মারা যান এলিনা। 

    মৃতের পরিবারের এক সদস্য জামিরুল ইসলাম বলেন, ‘‌আমাদের গ্রামে এবং আশেপাশের এলাকায় একাধিক ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত। আমাদেরও সন্দেহ এলিনার ডেঙ্গি হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবেই মারা গেছে এলিনা।’‌ যদিও সামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন জানিয়েছেন, ‘‌ওই মহিলা সেপসিসে মারা গেছেন। তাঁর শরীরে কিছু সংক্রমণ হয়েছিল। সেই কারণেই তাঁর জ্বর এসেছিল।’‌ 

    ‌‌
  • Link to this news (আজকাল)