আজকাল ওয়েবডেস্ক : আজ বিশ্ব আদিবাসী দিবস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। ঝাড়গ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি পুরুলিয়ার মাঠাবুরুতেও পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস।
আদিবাসী সমাজও যাতে পিছিয়ে না থাকে এবং কোনও বৈষম্য যেন না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় যেখানে যেখানে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাঁদেরকে গুরুত্ব দেওয়া হয়। জেলার প্রতিটি ব্লকে ব্লকে এদিন অনুষ্ঠান করা হয়। নানা ধরণের সাংস্কৃতিক উৎসব, সহায়তা প্রদান এবং উপহারও দেওয়া হয়। পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশে এই দিনটি পালন করা হয়।