• পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, মৃত দুই স্কুল পড়ুয়া
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ পরীক্ষা দিয়ে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। ডুবে মৃত দুই স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরের কানাইপুর এলাকায়। মৃত দুই সপ্তম শ্রেণির ছাত্র সায়ন নাথ এবং উজান ঘোষ। দু’‌জনেই কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র। এদিন স্কুলের প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় ওই দুই ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দু’‌জন তলিয়ে যায়। দু’‌জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে বাকিরা। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। অনেক চেষ্টা করে দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।

    ‌‌
  • Link to this news (আজকাল)