• দয়া করে ঢুকতে দিন, নদী পেরিয়ে এসে এবার কোচবিহার সীমান্তে আবেদন বাংলাদেশি শর‌‌ণার্থীদের, আটকে দিল বিএসএফ ...
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ির বেড়ুবাড়ির পর এবার কোচবিহারের শীতলখুচি সীমান্ত। বাড়ছে শরণার্থীদের ভিড়। শুক্রবার সকালে শীতলখুচিতে ভারত–বাংলাদেশ সীমান্তে জড়ো হন এক বিরাট সংখ্যক বাংলাদেশি নাগরিক। আশ্রয় চেয়ে ভারতে ঢুকতে চেষ্টা করেন তাঁরা। কিন্তু এদেশে প্রবেশের আগেই তাঁদের আটকে দেয় বিএসএফ। 

    সম্প্রতি জলপাইগুড়ির বেড়ুবাড়ি সীমান্তে ৫০০–র বেশি বাংলাদেশি নাগরিক জড়ো হয়ে আশ্রয় চেয়ে ভারতে ঢুকতে চেষ্টা করেন। তাঁদেরকেও ফিরিয়ে দিয়েছে বিএসএফ। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর যেহেতু এই মুহূর্তে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাই বিএসএফ–এর তরফে ভারত ও বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই–অ্যালার্ট।



  • Link to this news (আজকাল)