রাস্তাজুড়ে জনস্রোত। সেই জনস্রোতের বুক চিরে লাল পতাকা আর ফুলের মালায় সজ্জিত হয়ে শহরের রাজপথে শেষযাত্র সম্পন্ন পশ্চিমবঙ্গের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউর বাড়িতে জীবনাবসান হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। গতকাল পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হয় তাঁর দেহ। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ডে থেকে শববাহী শকটে বের করা হয় বুদ্ধবাবুকে। শেষবারের মতো বিধানসভায় পৌঁছন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান শাসক দল থেকে রাজ্যের বিরোধী নেতৃত্ব। শ্রদ্ধা জানান রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারও। বিধানসভা থেকে রাজপথের জনস্রোত পেরিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছয় বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ। প্রিয় নেতাকে মুজফফর ভবনে শেষ শ্রদ্ধা জানান বাম নেতৃত্ব। শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট ছেড়ে বেরিয়ে যায় বুদ্ধবাবুর শববাহী শকট। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবার দেখতে রাস্তায় তখন মানুষের ঢল। দীনেশ মজুমদার ভবন হয়ে শহরের রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা। লাল পতাকায় ছেয়ে যাওয়া কলকাতার রাস্তায় তখন কার্যত জনজোয়ার। অন্তিম যাত্রা শেষে এনআরএসে দান করা হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। ব্যুরো রিপোর্ট আজকাল ডট ইন।