• আরজিকরের তরুণী চিকিৎসককে মেরে ফেলা হয়েছে, অভিযোগ পরিবারের, পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণী চিকিৎসকের। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরিবারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। তরুণী চিকিৎসকের বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন। জানিয়েছেন, যতটা সম্ভব চেষ্টা করবেন। উল্লেখ্য, শুক্রবার সকালে ওই চিকিৎসকের মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে।

    পুলিশের ওপর ভরসা রাখতে বলেছেন তিনি। ইতিমধ্যেই, ওই চিকিৎসকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, চিকিৎসকের মৃত্যুতে এদিন পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলও।
  • Link to this news (আজকাল)