• জানেন কেন বেলা চারটের মধ্যেই হাসপাতালে বডি ডোনেট করতে হয়? ...
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • বিভাস ভট্টাচার্য: মৃত্যুর পর চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে শরীর দান বা 'বডি ডোনেট' করেন অনেকেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র ইচ্ছা অনুযায়ী তাঁর শরীরও দান করা হবে এনআরএস হাসপাতালে। শুক্রবার বিকেলেই তাঁর শরীর তুলে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। বিকেল চারটেয় এই বডি ডোনেট করা হবে বলে জানা গিয়েছে। 

    বডি গ্রহন করার পর সেই বডি সংরক্ষনের জন্য দেওয়া হয় নানারকম কেমিক্যাল বা রাসায়নিক। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় 'এমবাল্ম' করা। এরপর প্রয়োজন অনুযায়ী দেহ তুলে দেওয়া হয় ডাক্তারি পড়ুয়াদের হাতে। ব্যবচ্ছেদ করার জন্য।
  • Link to this news (আজকাল)