• গাড়ির দূষণ: কমতে পারে জরিমানা
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে গাড়ি দূষণের জরিমানা কমতে চলেছে। এই মুহূর্তে ‘পলিউশন ফেল’ গাড়ির মালিকদের জরিমানা হিসেবে ১০ হাজার টাকা দিতে হয়। তা কমে দুই, পাঁচ ও ১০ হাজার টাকা করার প্রাথমিক পরিকল্পনা করেছে পরিবহণ দপ্তর। শুক্রবার পরিবহণ দপ্তরের ময়দান টেন্টে বিভাগীয় মন্ত্রী-অফিসাররা রাজ্যের শীর্ষ পুলিস কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে হাজির ছিলেন একাধিক বেসরকারি পরিবহণ ক্ষেত্রের মালিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি, শহরের বিভিন্ন এলাকায় দূষণ মাপার স্বয়ংক্রিয় মেশিন (আরএসভি) বসানো হয়েছে। সেই মেশিনের আওতাধীন এলাকায় দিয়ে যাতায়াত করা বৈধ পিইউসি করা গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত মেসেজ আসছে। সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক। বেসরকারি মালিক সংগঠনগুলি বৈঠকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে জরিমানা কমানো ও যন্ত্রগুলির স্বাস্থ্য পরীক্ষার দাবি তোলেন। সূত্রের দাবি, নির্দিষ্ট দিনের মধ্যে ধোঁয়া পরীক্ষা না করালে এবার থেকে প্রথমবার পলিউশন ফেল হলে দু’হাজার টাকা জরিমানা গুনতে হবে। পরবর্তী দুটি ধাপে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা ফাইন হবে। 
  • Link to this news (বর্তমান)