• বাংলাকে ছুঁয়ে দুই প্রকল্পের অনুমোদন
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে আটটি নতুন রেল প্রকল্পের অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সবমিলিয়ে খরচ প্রায় ২৪ হাজার ৬৫৭ কোটি টাকা। পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ দেশের সাত রাজ্যের ১৪টি জেলাকে মাথায় রেখেই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে,  বুরামারা থেকে চাকুলিয়া পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার রেল রুটের অনুমোদন মিলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পের ফলে পূর্ব সিংভূম, ময়ূরভঞ্জের পাশাপাশি বাংলার ঝাড়গ্রাম জেলার মানুষ উপকৃত হবেন। রেলমন্ত্রক জানিয়েছে, এই  প্রকল্পের খরচ ধার্য হয়েছে প্রায় ১ হাজার ৬৩৯ কোটি টাকা। পাশাপাশি পূর্ব উপকূল বরাবর রেল করিডরের যে সিদ্ধান্ত হয়েছে, তার আওতায় পড়বে আসানসোলও। এমনই জানিয়েছেন রেলমন্ত্রী। ২০৩০-৩১ আর্থিক বছরের মধ্যে সবগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)