• সরকারের সমালোচনা মানেই আইনশৃঙ্খলার ঝুঁকি নয়
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • চেন্নাই: মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের জন্মগত অধিকার। আইনশৃঙ্খলার ঝুঁকি না দেখা দেওয়া পর্যন্ত কোনও ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা যাবে না। শুক্রবার তামিল ইউটিউবার সাভুক্কু শঙ্করকে মুক্তি দিয়ে এমনই পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। সরকারের পদক্ষেপ বা নীতির সমালোচনাকে আইনশৃঙ্খলার ঝুঁকি বলা যায় না বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।

    ইউটিউবে একটি সাক্ষাৎকারের প্রেক্ষিতে আটক করা হয় সাভুক্কু শঙ্করকে। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর মা। এই মামলায় বিচারপতি এসএম সুব্রহ্মণ্যম এবং বিচারপতি ভি শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, সরকারের খেয়ালখুশিতে ব্যক্তির অধিকার খর্ব করা যায় না। সতর্কতামূলক আটক আইন প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক হতে হবে সরকারকে। এই ধরনের আইনের যথেচ্ছ প্রয়োগ ব্যক্তি স্বাধীনতার কণ্ঠরোধ করে বলেও মনে করিয়ে দিয়েছে আদালত।

    আজকের ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে শুধুমাত্র ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কাউকে সাজা দেওয়া যায় না। এক্ষেত্রে আদলেতের সংযোজন, ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে কাউকে আটক করার আগে দেখতে হবে সেক্ষেত্রে আইনশৃঙ্খলার আবনতি হচ্ছে কি না।
  • Link to this news (বর্তমান)