• ‘ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জাহাজ চালিয়েছেন অধ্যক্ষ’, বিধানসভায় শেষ ভাষণে বলেন বুদ্ধ
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা পরিচালনার ক্ষেত্রে স্পিকার বা অধ্যক্ষকে জাহাজের একজন দক্ষ নাবিকের সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালের ২৫ মার্চ বিধানসভায় সর্বশেষ ভাষণে তিনি বিধানসভা পরিচালনায় অধ্যক্ষকে কতটা দক্ষতার সঙ্গে সবকিছু সামলাতে হয়, তা তুলে ধরেছিলেন। বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক ও বিরোধী—উভয় পক্ষেরই পূর্ণ সহযোগিতা থাকা উচিত বলে ভাষণে মন্তব্য করেছিলেন তিনি। 

    বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব থেকে বিল কিংবা প্রস্তাবের উপর আলোচনায় দু’পক্ষের বিধায়কদের মধ্যে তর্ক লেগে থাকে। সাম্প্রতিক কালে তৃণমূল ও বিজেপির মধ্যে তার ব্যতিক্রম ঘটেনি। সেক্ষেত্রে সব দলের প্রতিনিধিকে সমান গুরুত্ব দিয়ে বিধানসভা পরিচালনা করতে পারা অধ্যক্ষের দক্ষতার পরিচায়ক বলেই মনে করা হয়। এই বিষয়টিই উঠে এসেছিল বিধানসভায় বুদ্ধদেববাবুর শেষ ভাষণে। বিধানসভার রেকর্ড থেকে জানা যাচ্ছে, বুদ্ধদেববাবু সেদিন বলেছিলেন, ‘অধ্যক্ষ ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়েছেন। বিরোধীরা চেষ্টা করেছে সেই জাহাজ ডুবিয়ে দিতে। কিন্তু একজন দক্ষ নাবিকের মতো, জাহাজের একজন দক্ষ ক্যাপ্টেনের মতো সেই জল-ঝঞ্জার মধ্যেও আপনি জাহাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনি সেই জাহাজকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। আপনি যাত্রীদের বাঁচিয়েছেন। আপনি সংসদীয় গণতন্ত্রকে বাঁচিয়েছেন। এই জন্যই আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাব।’ উল্লেখ্য, বুদ্ধদেববাবুর শেষ ভাষণের সময় বিধানসভার অধ্যক্ষ ছিলেন হাসিম আবদুল হালিম। 
  • Link to this news (বর্তমান)