• সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে মোদিকে চিঠি মতুয়া মহাসঙ্ঘের
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। শুক্রবার এনিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দুনাথ গাইন। তিনি বলেন, ছাত্ররা এই আন্দোলন শুরু করে। কিন্তু, সেই আন্দোলন পরবর্তীতে রাজনীতির চেহারা নিয়েছে। ছাত্র আন্দোলনকে সামনে রেখে দুষ্কৃতীরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। অভিযোগ, সুরক্ষিত নয় মহিলারাও। তাই মহিলাদের নিরাপত্তা চেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর আইনশৃঙ্খলা ভেঙে পড়ে ঩দেশে। আক্রান্ত হন বাংলাদেশের সংখ্যালঘুরা। সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন। নির্বিচারে তাঁদের উপরেও নির্যাতন নেমে আসছে বলে দাবি করে তাঁদের নিরাপত্তার আর্জি জানিয়েছে বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। 
  • Link to this news (বর্তমান)