• দেদার বিক্রি হল চাবির রিং
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এজেসি বোস রোডের ফুটপাতে অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে রাস্তায় বসে এক ব্যক্তি। তাঁর সামনে জড়ো হয়ে রয়েছে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, চে গেভারার ছবি দেওয়া এবং কাস্তে-হাতুড়ির লাল রঙের চাবির রিং। সেগুলি তিনি বিক্রি করছিলেন। স্বভাবতই এদিন সবার আগে শেষ হয়ে যায় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দেওয়া চাবির রিং। বিক্রেতা সুখেন্দু ঘোষ আদতে চাকদহের বাসিন্দা। বললেন, ‘গত ৩০ বছর এই ব্যবসাই করছি। বুদ্ধবাবুর ছবি দেওয়া ১০০টি রিং এনেছিলাম। সবই বিক্রি হয়ে গেল।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)