এই সময়: বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে ছুটি দেওয়া নিয়ে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক টানাপড়েন প্রকট হলো কলকাতা হাইকোর্টে। যার জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার হাইকোর্ট ছুটি দেওয়ার পক্ষে ও বিপক্ষে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আইনজীবীদের বড় সংগঠন—বার অ্যাসোসিয়েশনের তিন কর্তা তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন।তৃণমূল যখন ছুটি দেওয়ার পক্ষে, তখন বিজেপি ছুটির বিপক্ষে বিজ্ঞপ্তি দিলেও, বাস্তবে এ দিন সকাল থেকে ছুটির মেজাজ ছিল হাইকোর্টে। দিনের শুরুতে বিচারপতিরা এজলাসে বসলেও, নামমাত্র শুনানি হয়। কারণ কোট, গাউন রাখার এবং বসার বার রুমগুলি বন্ধ থাকায় আইনজীবীরা হাইকোর্টে এলেও সেখানে ঢুকতে পারেননি।
বৃহস্পতিবার বিকেলে প্রথমে বার অ্যাসোসিয়েশনের তৃণমূলপন্থী সদস্যরা বৈঠক করে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেন। তার ঘণ্টা দুয়েকের মধ্যে বিজেপিপন্থীরা পাল্টা বিজ্ঞপ্তি দিয়ে আগের বৈঠকের বৈধতা নেই, এই মর্মে জানিয়ে ছুটির সিদ্ধান্ত বাতিল করে। আবার গভীর রাতে বারের তৃণমূলপন্থী সভাপতি বিজ্ঞপ্তি দিয়ে ছুটির পক্ষে সায় দেন।
বারের এই আচরণে বিরক্ত বিচার বিভাগের আধিকারিক থেকে বর্ষীয়ান আইনজীবীরা। তাঁদের মতে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে ছুটির দেওয়ার মতো সামান্য ঘটনায় যে মতপার্থক্য প্রকাশ্যে এল, তাতে আগামী দিনে এই বোর্ড আইনজীবীদের উন্নয়নে আদৌ কতটা একযোগে সিদ্ধান্ত নিতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।