• দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ার আপডেট
    এই সময় | ১০ আগস্ট ২০২৪
  • সপ্তাহের শেষেও কি বৃষ্টিমুখর দিন? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আগামী সপ্তাহ থেকে কি রাজ্যে হাওয়া বদল হবে? জেনে নেওয়া যাক, বঙ্গের আবহাওয়ার আপডেট।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী আরও ২৪ ঘণ্টা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। এর মধ্যে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলায়। আজ বিকেলের পর আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

    সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের সরে গিয়েছে ওড়িশায়। এই অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, হামিরপুর ডালটনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটিও সরে ঝাড়খন্ডের দিকে। এটি অবস্থান করছে ঝাড়খন্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তিশগড় এলাকায়। আজ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হরিয়ানা এবং আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।

    দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?

    আজ, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সব জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায়। এগুলি হল হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলা। রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।

    উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

    শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। পার্বত্য জেলায় ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে।

    কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

    হাওয়া অফিস বলছে, মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। শনিবার বিকেলের পর বৃষ্টি কিছুটা বাড়বে। চলবে রবিবার পর্যন্ত। রাতের তাপমাত্রা ২৭.২ থেকে বেড়ে ২৮.২ ডিগ্রি। আজ রাতে তা ফের কমবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ থেকে বেড়ে ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ।
  • Link to this news (এই সময়)