আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা। অন্তত ৯ জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় মেঘলা আকাশ। কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিনভর কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের অন্তত নয় জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ফের ধস নামার আশঙ্কা রয়েছে। কমতে পারে দৃশ্যমানতা। নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টিতে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার অবধি রাজ্যে আবহাওয়া এরকমই থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়ায়। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।