• সাড়ম্বরে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন: মহা সাড়ম্বরে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। শুক্রবার পান্ডুয়া থানার অন্তর্গত কাকলি প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক শ্রীমতি মুক্তা আর্য, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা বিধায়ক ডাক্তার রত্না দে নাগ, বিধায়ক অসীমা পাত্র প্রমুখ।

    একইসঙ্গে আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্যের তরফে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন মুখ্য মন্ত্রী। এদিন পাণ্ডুয়া কাকুলি পেক্ষাগৃহে আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। উপস্থিত রাজ্য সরকারের মন্ত্রী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন।
  • Link to this news (আজকাল)