• কোন্নগরে পুকুরের জলে তলিয়ে মৃত্যু সপ্তমের দুই পড়ুয়ার, এলাকায় শোক
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল সপ্তম শ্রেণির দুই পড়ুয়ার। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের কানাইপুরে। পুলিস জানিয়েছে, ওই দুই নাবালকের নাম সায়ন নাথ ও উজান ঘোষ। এদিন স্কুলে দু’জনেরই ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর তারা আরও কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিল। কিন্তু শেষপর্যন্ত সায়ন ও উজানের আর বাড়ি ফেরা হল না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা কেউই সাঁতার জানত না। সেকারণে তারা থার্মোকলের প্লেট নিয়ে জলে নেমেছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনার জেরে দুই পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃত দুই ছাত্রই কোন্নগরের নবগ্রাম বিদ্যাপীঠের ছাত্র ছিল। ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী। তিনি বলেন, পুকুরটি স্কুল থেকে কিছুটা দূরে। আমি বেলা ১টা নাগাদ খবর পেয়ে পুকুরপাড়ে ঩গিয়েছিলাম। স্থানীয়রা ওই দুই পড়ুয়াকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। একজনের দেহ দ্রুত উদ্ধার করা গেলেও অন্যজনের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। দুই পড়ুয়ার মৃত্যুতে আমি মর্মাহত। স্কুলের অন্য শিক্ষার্থীদের সূত্রে জানা গিয়েছে, ওই সায়ন ও উজান প্রায়ই স্কুল থেকে ফেরার পথে পুকুরে নামত। অতীতে একাধিকবার তারা স্নান করে বাড়ি ফিরেছে। সাঁতার জানত না বলে তারা কোমরে থার্মোকল বেঁধে জলে নামত। এদিন সেই থার্মোকলও তাদের নিরাপত্তা দিতে পারেনি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন ও উজানের সঙ্গে তাদের কয়েকজন বন্ধুও পুকুরে নেমেছিল। তারাই ওই দুই পড়ুয়াকে তলিয়ে যেতে দেখেছে। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় মানুষের সাহায্য চায়। আশপাশের লোকজন জলে নেমে খোঁজ শুরু করেন। শেষপর্যন্ত দু’জনকেই উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)