• দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন, ৮ বছর পর দোষী সাব্যস্ত স্বামী
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় পক্ষের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পেট্রল ঢেলে পুড়িয়ে বকখালির গভীর জঙ্গলে পুঁতে দেওয়া হয়েছিল। ঘটনার আট বছর পর অভিযুক্ত স্বামী ইমরান শেখকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার ডায়মন্ডহারবার আদালতের দায়রা বিচারক ধীমান বর্মন অভিযুক্ত ‌ইমরানকে দোষী সাব্য‌স্ত করেন। সোমবার আদালত অপরাধীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে। সরকারি কৌঁসুলি দিলীপকুমার গায়েন জানান, ডায়মন্ডহারবার থানা এলাকার বাসিন্দা ইমরান শেখ প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও বিষয়টি চেপে গিয়ে দ্বিতীয় বিয়ে করে জনৈকা সাইমা বিবিকে। নানা কারণে তাদের বনিবনা না হওয়ায় সাইমার উপর অত্যাচার চলতে থাকে। লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান সাইমা। স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন। সেই রাগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি আদালত চত্বর থেকে সাইমাকে অপহরণ করে বকখালির একটি হোটেলে নিয়ে যায় ইমরান। মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তাতে রাজি না হওয়ায় ১৯ জানুয়ারি বকখালির গভীর জঙ্গলে স্ত্রীরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে। তারপর মৃতদেহে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুঁতে দেওয়া হয় জঙ্গলে। সাইমার খোঁজ না মেলায় তাঁর আত্মীয়রা পুলিসে অভিযোগ করেন। গ্রেপ্তার করা হয় ইমরানকে। জেরা করে উদ্ধার হয় মৃতদেহ। সেই মামলাই চলছিল এতদিন।
  • Link to this news (বর্তমান)