দুর্ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরায় নজর রাজ্য সড়কে
এই সময় | ১০ আগস্ট ২০২৪
মহম্মদ মহসিন, উলুবেড়িয়া
কখনও বাসে বাসে রেষারেষি চলে। আবার কখনও আইন না মেনেই চলছে অটো-টোটো। অভিযোগ, পুলিশের নজরদারি নেই বলেই কোনও ট্র্যাফিক আইন মানা হয় না। তার ফলে মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাই এ বার রাজ্য সড়কে প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিল পুলিশ।দুর্ঘটনা এড়াতে ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ। রানিহাটি থেকে নাবঘরা জংশন পর্যন্ত রাজ্য সড়ক। ১৬ নম্বর জাতীয় সড়কের সংযোগরক্ষাকারী হলো এই রানিহাটি ও নাবঘরা। সেখান থেকে কিছুটা গেলেই জয়নগর ক্রসিং থেকে রাজ্য সড়কের শুরু। জয়নগর ক্রসিং থেকে আমতার বেতাই মোড় পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার রাস্তার মধ্যে রানিহাটি, নাবঘরা হাওড়া সিটি পুলিশের আওতায় পড়ে।
এর পর জয়নগর ক্রসিং থেকে আমতা, জয়পুর, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা পড়ে হাওড়া গ্রামীণ পুলিশের অধীনে। এই রাজ্য সড়কে আমতা, জয়পুর, ঝিকিরা, মুচিঘাটা, উদয়নারায়ণপুর, ডিহিভুরসুট দিয়ে দূরপাল্লার বাস চলে। হাওড়া, কলকাতা, করুণাময়ী-সহ একাধিক রুটেও বাস চলাচল করে। সব মিলিয়ে কুড়িটি রুটের প্রায় একশো সরকারি ও বেসরকারি বাস চলাচল করে এই রাজ্য সড়ক দিয়ে। অন্যদিকে, আমতা ও সংলগ্ন এলাকায় অনেক কারখানা ও শিল্প গড়ে উঠেছে। সেই সব কারখানার মালপত্র বহন করে লরি, ট্রলার।
এর পাশাপাশি অসংখ্য অটো, টোটো এবং বাইকও চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, বাসের রেষারেষির পাশাপাশি অতিরিক্ত যাত্রী নিয়ে অটো ও টোটোদের দাপটেও বিপদ বাড়ছে। মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে চিন্তিত ছিল পুলিশও। এর পরেই রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর এই উদ্যোগ।
হাওড়ার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘এই রাজ্য সড়কের মধ্যে পাঁচলা, জগৎবল্লভপুর ও আমতা তিনটি থানা আছে। এই রাস্তায় সিসিক্যামেরা বসানোর জন্য তিনটি থানার আধিকারিক ও পূর্ত দপ্তর যৌথ ভাবে সমীক্ষা করেছেন। সেই কাজ শেষ হয়েছে। কোথায় দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করছে, কোথায় বেশি দুর্ঘটনা ঘটছে, তা চিহ্নিত করা হয়েছে।’
জানা গিয়েছে, সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ২৫ কিলোমিটার রাস্তায় ২৭টি দুর্ঘটনাপ্রবণ ও জনবহুল এলাকার সন্ধান মিলেছে। এই রাজ্য সড়কে আমতা থানায় ১৪, পাঁচলা থানা এলাকায় ১০ এবং জগৎবল্লভপুর থানা এলাকায় তিনটি এলাকা দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে চিহ্নিত হয়েছে। জয়নগর ক্রসিং, মানিকপুর মোড়, গাববেড়িয়া হাসপাতাল ক্রসিং, ধুলোরবাঁধ, হনুমান কমপ্লেক্স, লালবাড়ি, আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমতা কলাতলা, আমতা কলেজ মোড়, চন্দ্রপুর ফাঁড়ি, বেতাই ক্রসিং-সহ ২৭টি দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে চিহ্নিত হয়েছে।
সেই সমস্ত এলাকায় সিসিক্যামেরা লাগানো হবে বলে পুলিশ জানিয়েছে। কোনও কোনও এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হতে পারে।