জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, প্রভাব পড়বে পরিষেবায়
এই সময় | ১০ আগস্ট ২০২৪
এই সময়: প্রায় ১১০০ স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসক বা পিজিটি। সেই সঙ্গে প্রায় ১৫০ হাউসস্টাফ ও ২৫০ ইন্টার্ন। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় একযোগে প্রায় ১৫০০ জুনিয়র ডাক্তার আরজি করে কর্মবিরতিতে সামিল হলেন শুক্রবার। ছাত্র সংগঠনের তরফে সেই কর্মবিরতির আন্দোলনকে আজ, শনিবার ছড়িয়ে দেওয়া হতে পারে অন্যান্য সরকারি মেডিক্যাল এবং প্যারা-মেডিক্যাল কলেজেও।ফলে, শুক্রবার আরজি করের পরে আজ, শনিবার সারা রাজ্যেই বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বড়সড় হোঁচট খেতে পারে রোগী পরিষেবা। যদিও কর্মবিরতিতে নামা জুনিয়র ডাক্তারদের একটি বড় অংশের দাবি, নন-ইমার্জেন্সি পরিষেবা থেকেই তাঁরা হাত গুটিয়ে নিচ্ছেন। তাঁদের পরিষেবা সচল থাকবে সব ধরনের আপৎকালীন পরিস্থিতিতে। কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছেন না হাসপাতাল কর্তারা।
কেননা, এই জুনিয়র ডাক্তারদের কাঁধে ভর করেই মূলত চলে হাসপাতালের ইন্ডোর পরিষেবা। বার বার রাউন্ড দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নমুনা সংগ্রহ, ছোটখাটো প্রসিডিওর এবং সর্বক্ষণ রোগীর বেডের কাছে থাকার মতো জরুরি কাজগুলি তাঁরাই করে থাকেন। সেই কাজ বন্ধ থাকলে কে সচল রাখবে পরিষেবা, সেই প্রশ্ন দেখা গিয়েছে এদিন সন্ধ্যা থেকেই।
চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ করে খুন, এটা পরিষ্কার বোঝা গিয়েছে। তাই আরজি করের জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীরা যে আট দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনকে তাঁরা পূর্ণ সমর্থন জানাচ্ছেন।
সেই আটদফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, অপরাধীর দ্রুত গ্রেপ্তারি, বিচারবিভাগীয় স্বচ্ছ তদন্ত, ফাস্ট ট্র্যাক বিচারব্যবস্থা, যথাযথ ডিউটি রুম ও তার নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ইত্যাদির দাবি। তাই আজ, শনিবার রাজ্যজুড়ে কালা দিবসের ডাক দেওয়া হয়েছে। যাঁরা স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করবেন, সকলেই কালো ব্যাজ পরে থাকবেন।
ছাত্র সংগঠন এআইডিএসও-র তরফে জানানো হয়েছে, শুক্রবার আরজি করের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে ঠিকই। কিন্তু আজ, শনিবার থেকে জুনিয়র ডক্টর্স ইউনিটি-র পক্ষ থেকে সারা রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আট দফা দাবি যত দিন না মানা হবে, তত দিন চলবে আন্দোলন।
এরই পাশাপাশি মেডিক্যাল, ডেন্টাল, প্যারা-মেডিক্যাল ও নার্সিং কলেজগুলিতেও এআইডিএসও ছাত্র ধর্মঘট এর ডাক দিয়েছে আজ, শনিবার।