নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা, ধান জমিতে উল্টে গেল যাত্রী বোঝাই সরকারি বাস, আহত বহু ...
আজকাল | ১০ আগস্ট ২০২৪
মিল্টন সেন, হুগলি: বড়সড় দুর্ঘটনা হুগলিতে। নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি অটোকে ধাক্কা মেরে বাস উল্টে গিয়ে পড়ল ধান জমিতে। আহত বহু যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চালক ও বাস কর্মীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানানো হয়েছে, বাসের বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন।