শিলিগুড়ি থেকে কলকাতায় গাঁজা পাচারের চেষ্টা, ধৃত দুই
আজকাল | ১০ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি থেকে কলকাতায় গাঁজা পাচার করতে গিয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই মহিলা সহ এক পুরুষ পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ শঙ্করপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর একটি গাড়ি আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় থরে থরে সাজানো গাঁজা। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫.২ কেজি গাঁজা উদ্ধাপ হয়েছে। যার মূল্য বর্তমান বাজারে প্রায় কয়েক লক্ষ টাকা। গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারাক্কা থানার পুলিশ ইতিমধ্যেই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায়। বছর ষাটেকের বাকি দুই মহিলার বাড়ি শিলিগুড়ি থানা এলাকায়। ধৃত ব্যক্তিদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শনিবার তাদের বহরমপুরে এনডিপিএস আদালতে পেশ করা হচ্ছে। ফারাক্কা থানার এক আধিকারিক জানান, শুক্রবার রাতে তাঁরা গোপন সূত্রে খবর পান, উত্তরবঙ্গ থেকে কলকাতায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্যে উৎপাদন হয়েছিল। বেআইনিভাবে ওই মাদক শিলিগুড়িতে এসে পৌঁছয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।