ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন জনের দেহ, চাঞ্চল্য বহরমপুরে...
আজকাল | ১০ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং সৎ কন্যাকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত সৈদাবাদ কেদার মাহাত লেন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজনের নাম সুজয় মণ্ডল (২৮), তার স্ত্রী শোভা দাস (২৭) এবং শোভার মেয়ে আরাধ্য দাস (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে শোভা দাসের বহরমপুর সৈদাবাদ এলাকায় বিয়ে হয়েছিল। কিন্তু একটি পথ দুর্ঘটনায় প্রথম স্বামীর মৃত্যুর চার মাসের মধ্যেই শোভা কাশিমবাজার এলাকার বাসিন্দা সুজয় মণ্ডল নামে এক যুবককে বিয়ে করেন। তারপর থেকে ওই দম্পতি বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈদাবাদ কেদার মাহাত লেনে শোভার নাবালিকা কন্যা আরাধ্যা দাসকে নিয়ে ভাড়া থাকত।
তিনি বলেন, ‘খবর পেতাম যে ছেলেটিকে শোভা বিয়ে করেছিল তার সঙ্গে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে নিয়মিত অশান্তি হত। শোভার বর্তমান স্বামী তেমন কোনও রোজগার করত না বলে শুনেছি। এদিন সকালে খবর পাই শোভার বর্তমান স্বামী তাকে এবং আমার নাতনি আরাধ্যাকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু কী কারণে এই ঘটনা তার কিছুই জানি না।’