জলদাপাড়ায় ‘ট্রি টপ প্লান্টেশন’ পদ্ধতিতে মাটির বদলে গাছের উপর গাছ বোনা শুরু করল বন দপ্তর...
আজকাল | ১০ আগস্ট ২০২৪
অতীশ সেন, ডুয়ার্স: মাটিতে নয়, বরং গাছের উপর গাছ বোনা শুরু হল জলদাপাড়ায়। মাটিতে গাছ বুনলে বন্য ও গবাদি পশুর কারণে গাছের চারা বাঁচানো কঠিন হয়ে পড়ে। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বর্ষাকালে জঙ্গলে গাছ রোপণের জন্য অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। গাছ বোনার বিকল্প এই পদ্ধতিটিকে ‘ট্রি টপ প্লান্টেশন’ বলা হয়ে থাকে।
বনকর্তারা জানান, বর্তমানে ২০০টি গাছের চারা জলদাপাড়া উত্তর, জলদাপাড়া পূর্ব, জলদাপাড়া পশ্চিম, চিলাপাতা এবং কোদালবস্তি এই পাঁচটি রেঞ্জে রোপণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্থানের জিপিএস রিডিংও নেওয়া হয়েছে। বনকর্মীরা রোপণ করা চারাগুলির বৃদ্ধি পর্যবেক্ষণ করছেন এবং রেকর্ড রাখছেন। চারাগুলি দুই বছর ধরে নার্সারিতে বড় করা হয়েছিল। ফলে এদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা বেড়েছে। ভবিষ্যতে রোপণের জন্য আরও চারা নার্সারিতে প্রস্তুত করা হচ্ছে।