আজকাল ওয়েবডেস্ক: যাত্রীবাহী বাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ধৃত এক। জানা গেছে শনিবার ভোররাতে একটি যাত্রীবাহী বাস ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতার দিকে আসছিল। বাসটিকে আসানসোলের ডুবুরডিহি চেকপোস্টে দাঁড় করায় পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, ওই বাসে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছেন এক জন। কুলটি থানা ও চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ বাস থামিয়ে তল্লাশি শুরু করে। যাত্রী সেজে থাকা এক যুবকের কাছে থাকা ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃত যুবকের নাম মহম্মদ সেলিম আনসারি। তার সঙ্গে থাকা ব্যাগ থেকেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেরায় বাসচালক জানিয়েছেন, ধৃত যুবক প্রায়ই এই বাসে যাতায়াত করে। গিরিডি থেকে ওঠে। বর্ধমানে নেমে পড়ে। সব সময় তারা দুজন থাকে। একজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অপর অভিযুক্ত এখনও অধরা। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।