আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলন করে সিপি বিনীত গোয়েল স্পষ্ট জানিয়ে দেন, ‘এটা অতি ঘৃণ্য ধরনের অপরাধ। অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা আমরা দেখব। শনিবারেই তাকে আদালতে পেশ করা হবে। জেরা করা হয়েছে। প্রায় নিশ্চিত যে ওই অপরাধী’। হত্যার ঘটনার পর থেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিতে সরব হয়েছে মৃতের পরিবার থেকে শুরু করে পড়ুয়ারাও। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলিতেও।
এদিন সকালে মৃতের পরিবারের তরফেও ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত চলছে। অন্য কোনও ধারা এখনও যুক্ত হয়নি। হোমিসাইড দপ্তরের অফিসাররা রয়েছেন। শুক্রবার সকালে ওই চিকিৎসকের মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়। চিকিৎসকের পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে শেষ ফোনে কথা হয়েছিল তাঁদের মেয়ের সঙ্গে। চিকিৎসকের মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করে ফেলা হয়েছে।লে