• ফাঁসির পক্ষে নই, তবুও এক্ষেত্রে প্রয়োজনে ফাঁসির জন্য আবেদন জানানো হোক, আরজি কর কাণ্ডে মমতা ...
    আজকাল | ১০ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে বিরোধীরা সিবিআই তদন্তের দাবি তুলেছিল। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ঘটনায় কেউ যদি সিবিআই তদন্ত দাবি করে, তাহলে তাঁর আপত্তি নেই। ঘটনার সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির চান বলেও উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

    শুক্রবার সকালে আরজি করে উদ্ধার হয় কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ। সকাল ১১টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শুক্রবার রাতেই ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে।  শনিবার পুলিশের পক্ষও থেকেও জানানো হয়, ধর্ষণ করে খুন হয়েছে তরুণীকে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। শনিবার সকাল থেকেই আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদের আঁচ শহর এবং জেলার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে।

    এসবের মাঝেই এই ঘটনায় নিজের মতামত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, আরজি করের ঘটনা ন্যক্কারজনক। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভও যুক্তিসঙ্গত বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমে তিনি বলেন, 'মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি।'

    তিনি জানান, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, দ্রুততার সঙ্গে দোষীদের চিহ্নিত করে, ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাত। সঙ্গেই তিনি বলেন, 'ব্যক্তিগত ভাবে ফাঁসির বিরোধী। কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজের সাহস না পায়।' আন্দোলনকারীরা চাইলে সিবিআই তদন্ত চাইতে পারে, তাঁর আপত্তি নেই বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)