ফাঁসির পক্ষে নই, তবুও এক্ষেত্রে প্রয়োজনে ফাঁসির জন্য আবেদন জানানো হোক, আরজি কর কাণ্ডে মমতা ...
আজকাল | ১০ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে বিরোধীরা সিবিআই তদন্তের দাবি তুলেছিল। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ঘটনায় কেউ যদি সিবিআই তদন্ত দাবি করে, তাহলে তাঁর আপত্তি নেই। ঘটনার সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির চান বলেও উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তিনি জানান, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, দ্রুততার সঙ্গে দোষীদের চিহ্নিত করে, ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাত। সঙ্গেই তিনি বলেন, 'ব্যক্তিগত ভাবে ফাঁসির বিরোধী। কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজের সাহস না পায়।' আন্দোলনকারীরা চাইলে সিবিআই তদন্ত চাইতে পারে, তাঁর আপত্তি নেই বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।