আজকাল ওয়েবডেস্ক: কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল শহর। ইতিমধ্যে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই যুবক বহিরাগত। সেমিনার হলে পাওয়া একটি হেডফোনের তারের সূত্র ধরে ওই যুবক পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা পৌঁছন বলে খবর।
শুক্রবার সকাল ১১টা নাগাদ আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। শুক্রবার রাতেই ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। তাতে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে, এমন ইঙ্গিতই মিলেছে। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। তাই প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। শরীরের মোট দশ জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে। যৌনাঙ্গেও ক্ষত পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের। শুক্রবারই মৃতের পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়। গতকালই, ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে।