• ‘ছেলে ভাজা খাবে, বুদ্ধর বাবা কিনলেন একগাদা বেগুন’, স্মৃতিচারণ বন্ধুর
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইপাস সংলগ্ন ট্যাংরা এস্টেট। রাজ্য আবাসন দপ্তরের হাউজিং। একদা জীবনের এক দশকেরও বেশি সময় এখানে কাটিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ‘ই’ ব্লকের ‘৬’ নম্বর ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকতেন। এখান থেকে যেতেন দমদম। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর একসময়ের প্রতিবেশী ও বন্ধু জিয়াদ আলি শনিবার এ কথা জানালেন। জিয়াদ সাহেব আগে ট্যাংরা হাউজিংয়েই থাকতেন। এখন পাশের একটি আবাসনে চলে গিয়েছেন। দুই বন্ধু পড়তেন প্রেসিডেন্সিতে। জিয়াদ সাহেব বলেন, ‘কাশীপুর থেকে ভোটে জিতলেন বুদ্ধ। ওঁর বাবা অনেক বেগুন কিনলেন। কারণ ছেলে বেগুনভাজা খেতে ভালোবাসে।’

    ট্যাংরায় ৬ নম্বর ফ্ল্যাটে এখন অন্য একটি পরিবার থাকে। পলেস্তরা খসা, শ্যাওলা জমা, এঁদো সিড়ি বেয়ে উঠে দরজা ঠকঠক করার পর বেরিয়ে এলেন এক তরুণী। তাঁর নাম মেঘা ঝা। বললেন, ‘বাবার মুখে শুনেছি বুদ্ধবাবু ও আমার দাদু অমলেন্দুভূষণ ঝা একসঙ্গে থাকতেন। উনি পরে ফ্ল্যাট ছেড়ে চলে যান। তখন থেকে আমাদের পরিবারই থাকে।’

    জিয়াদ আলি বললেন, ‘বুদ্ধবাবু যখন রাজ্য মন্ত্রীসভায় তখনও এই ফ্ল্যাটে থাকতেন। এরপর লোকজনের আনাগোনা বাড়ায় দুই কামরার ছোট ফ্ল্যাট ছেড়ে এন্টালি হয়ে রাজভবন গেলেন। সেখান থেকে পাম অ্যাভিনিউয়ের স্থায়ী বাসিন্দা। আজও ট্যাংরা হাউজিংয়ে বুদ্ধবাবুর কথা উঠে আসে। মাঝেমধ্যেই স্মৃতিমেদুর হয়ে ওঠেন জিয়াদ সাহেব।
  • Link to this news (বর্তমান)