• পর্ণশ্রীর কোয়ার্টারে আত্মঘাতী কলকাতা পুলিসের কনস্টেবল
    বর্তমান | ১০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাইট ডিউটি সেরে কোয়ার্টারে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিসের এক কনস্টেবল। ওই কনস্টেবলের নাম সুদেশ্বর হেমব্রম (৩০)। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায় অজন্তা পুলিস হাউজিং এস্টেটে। 

    কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, আলিপুরদুয়ার জেলার আদি বাসিন্দা সুদেশ্বর হেমব্রম কলকাতা পুলিসের সশস্ত্র বাহিনীর অষ্টম ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি ছিলেন ওয়ারলেস শাখায় ডেপুটেশনে কর্মরত। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের কাছ থেকে ফোন পেয়ে পর্ণশ্রী থানার পুলিস অজন্তা পুলিস হাউজিং এস্টেটে যায়। সেখান থেকে ঝুলন্ত অবস্থায় ওই কনস্টেবলকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানিয়েছে। দুপুর পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিস।  আত্মঘাতী ওই কনস্টেবলের দ্বিতীয় স্ত্রী ডলি সোরেন পুলিসকে জানিয়েছেন, আর পাঁচটা দিনের মতো শুক্রবার সকাল ৭টা নাগাদ নাইট ডিউটি সেরে বাড়ি ফেরেন তাঁর স্বামী। এরপর তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে বেরিয়ে যান। সকাল সওয়া ১০টা নাগাদ কোয়ার্টারে ফিরে তিনি দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। বাধ্য হয়ে তিনি রান্নাঘর থেকে উঁকি দিয়ে দেখেন, গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন স্বামী। আত্মঘাতী কনস্টেবলের আলিপুরদুয়ারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে এই আত্মহত্যাকে ঘিরে রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)