• বহিরাগত পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তুলকালাম আরজি কর হাসপাতালে
    এই সময় | ১০ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে চরম উত্তেজনা। একাধিক মেডিক্যাল কলেজের আন্দোলনকারীরা এদিন বিকেলে মিছিল করে এসে হাজির হন আরজি কর হাসপাতালে। তাঁদের হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা আন্দোলনকারীরা। আরজি কর হাসপাতালের সামনে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়।আরজি কর মেডিক্যাল কলেজের সামনে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক কলেজের ছাত্র-ছাত্রীরা এসে উপস্থিত হয়। মেডিক্যাল কলেজে প্রবেশ করার সময়ই ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়। তবে পালটা, আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা বাইরের পড়ুয়াদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কোনও ব্যানার বা রাজনৈতিক স্লোগান দিয়ে আরজি কর হাসপাতালে ঢোকা যাবে না বলে জানান তাঁরা।

    আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সঙ্গে বাইরের ছাত্র-ছাত্রীদের বিরোধের মাঝেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকাতে যায়। এরপরেই পুলিশের সঙ্গে চূড়ান্ত বিরোধ বাধে বাইরে থেকে আসা পড়ুয়াদের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় পুলিশের। পুলিশ জোর করে তাঁদের ঢুকতে দেয়নি বলে দাবি করেন পড়ুয়ারা। তাঁদের দাবি, আরজি করের মেডিক্যাল পড়ুয়াদের আন্দোলনে সহমত এবং সমর্থন জানাতেই তাঁরা এদিন আরজি করে এসেছিলেন।

    উল্লেখ্য, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের আবাসনের চার তলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এই ঘটনায় গতকাল থেকেই কর্মবিরতি শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আজকেও সেই কর্মবিরতি চলতে থাকে। শনিবার আরজি কর হাসপাতালের পাশাপাশি কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজেও প্রতিবাদ, কর্মবিরতি শুরু করেন ডাক্তারি পড়ুয়ারা।
  • Link to this news (এই সময়)