• রিপোর্ট দিতে দেরি, মিড ডে মিলের খরচ বেতন থেকে দেওয়ার নির্দেশ শিক্ষকদের
    এই সময় | ১১ আগস্ট ২০২৪
  • ৯ অগস্টের মধ্যে স্কুলের মিড ডে মিলের মাসিক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। নির্ধারিত তারিখের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি স্কুলের তরফে বলে অভিযোগ। মালদার এমন ২০টি স্কুলের প্রধান শিক্ষককে বিশেষ নির্দেশিকা দেওয়া হল বিডিও-র তরফে। মিড ডে মিলের টাকা প্রধান শিক্ষকদের বেতন থেকে মেটানোর নির্দেশ দেওয়া হল।মিড ডে মিলের রিপোর্ট জমা দিতে দেরি হওয়ায় ব্লক প্রশাসনের কোপের মুখে মালদার ২০টি বিদ্যালয়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে। জানা গিয়েছে, ওই ব্লকের মিড ডে মিলের রিপোর্ট জমা দেওয়ার জন্য শেষ তারিখ ছিল ৯ অগস্ট। কিন্তু, সেই তারিখ পেরিয়ে গেলেও বিডিও অফিসে রিপোর্ট জমা পড়েনি। সেই কারণে, বিডিও-র তরফে স্কুলের প্রধান শিক্ষকদের একটি চিঠি পাঠানো হয়।

    হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও তাপস পাল একটি নির্দেশিকায় জানিয়েছেন, যেহেতু স্কুলগুলি ৯ তারিখের মধ্যে এ মাসের মিড ডে মিল রিপোর্ট জমা করেননি তাই তাদের বিগত মাসের মিড-ডে মিলের জন্য বরাদ্দ অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয় মিড ডে মিলের অর্থ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক নিজের বেতন থেকে প্রদান করবেন। এরকমই একটি নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিডিও তাপস পাল বলেন, ‘মাসের ১ থেকে নয় তারিখের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। বারবার বলার পরেও সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি। সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।’ যদিও, এই নির্দেশিকা নিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

    উল্লেখ্য, মিড ডে মিলের মাসিক রিপোর্ট জমা দিতে হয় স্কুলগুলিতে। সেই রিপোর্ট পিএম পোষণ যোজনার ওয়েবসাইটে আপলোড করে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। স্বাভাবিকভাবেই, ওই স্কুলগুলোর রিপোর্ট এ মাসে পিএম পোষণ যোজনার ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হয়নি। মিড ডে মিল প্রকল্প নিয়ে কেন্দ্রের পাশাপশি রাজ্য সরকারের তরফেও কড়াকড়ি করা হচ্ছে।

    এদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় মিড ডে মিলের খাবারের মান নিয়ে নানা অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের স্কুল ভিজিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও, ডিআই, স্কুল এডুকেশন সুপারভাইজারদের প্রতি মাসে ২০/২৫টি করে স্কুল পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবারের গুণগত মান, ঠিকমতো শিশুদের খাবার দেওয়া হচ্ছে কিনা, তা যাচাই করতে বলা হয়েছে।
  • Link to this news (এই সময়)