মিল্টন সেন, হুগলি: চন্দননগর রানী ঘাটে সূচনা হল শ্রাবণী মেলা উপলক্ষে প্রথম গঙ্গা আরতি। শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলা হয়। লক্ষ পূণ্যার্থীর ভিড় জমে শৈব তীর্থ তারকেশ্বরে। প্রথা অনুযায়ী বৈদ্যবাটি গঙ্গা ঘাট থেকে জল সংগ্রহ করে বাঁক কাঁধে প্রায় চল্লিশ কিমি রাস্তা পায়ে হেঁটে ভক্তরা পৌঁছন তারকেশ্বর। পথের ক্লান্তি দূর করতে "ভোলেবাবা পার লাগাও ত্রিশূল ধারী শক্তি যাগাও", "বম বম তারক বম ভোলে বম তারক বম" বলতে বলতে দীর্ঘ পথ পারি দিয়ে তারকেশ্বর পৌঁছন পূণ্যার্থীরা।