প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু অবসরপ্রাপ্ত সেনা কর্মীর...
আজকাল | ১১ আগস্ট ২০২৪
মিল্টন সেন: প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপত্তি। লরির ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন সেনা কর্মীর। মৃতের নাম সমর কুমার মাইতি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর আলু বাজার এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন সিঙ্গুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোহাত কালীতলা এলাকার বাসিন্দা সমর কুমার মাইতি।
বাড়ি থেকে কিছুটা দূরে সকাল ৬.৪৫ নাগাদ রতনপুর আলু বাজার এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর পরেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ছবি দেখে ঘাতক লরির সন্ধান চালাচ্ছে সিঙ্গুর থানার পুলিশ।