• মুর্শিদাবাদে গ্রেপ্তার আন্তঃরাজ্য বিস্ফোরক পাচার চক্রের চাঁই, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক ...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তঃরাজ্য বিস্ফোরক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে মুর্শিদাবাদে সুতি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে এবং সুতির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে চল্লিশ কেজির বেশি বিস্ফোরক।

    পুলিশ সূত্রের খবর সেলিমপুর-ধনেপাড়া এলাকার এক ব্যক্তি বেআইনিভাবে ঝাড়খণ্ড থেকে বিস্ফোরক এনে মজুত করছিল বলে পুলিশ খবর পায়। এরপরই শুক্রবার গভীর রাতে পুলিশ বেআইনি বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযানে নামে। সেলিমপুর-জগতাই সহ আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ বারুদ এবং রাসায়নিক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বারুদ এবং রাসায়নিক অন্য রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল আকবর এবং তার দলবল।
  • Link to this news (আজকাল)