• বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে বহিষ্কৃত কর্মীদের বিক্ষোভ, সরগরম জেলা সদর ...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: একদিকে দলীয় পতাকা হাতে বহিষ্কৃত বিজেপি কর্মীরা জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব। বিক্ষোভ দেখলেন চুঁচুড়া ঘড়ির মোড়ে। নেতৃত্ত্বের বিরুদ্ধে তুললেন একাধিক অভিযোগ। অপরদিকে দল থেকে বহিষ্কৃতরা দলীয় পতাকা ব্যবহার করায় আইনি ব্যবস্থার হুমকি বিজেপি নেতৃত্বের। বহিষ্কৃত কর্মী এবং দলীয় নেতৃত্বের তরজায় সরগরম জেলা সদর।

    জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, দলীয় পতাকা হাতে নিয়ে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করতে চান, যারা এই দলীয় পতাকা হাতে নিয়ে এই কাজ করেছেন দলের তরফে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগের তথ্য সম্পূর্ণই মিথ্যা। এটা বখরা নিয়ে ওদের দলের ঘরোয়া কোন্দল। এই সমস্যা নির্বাচনের আগে থেকেই চলছিল। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হারবে এটা সবাই জানতো। কারণ বিজেপি নেতাদের একাংশ চাইছিল না ওদের প্রার্থী জিতুক। ফলে নির্বাচনের আগে ওদের দলে সক্রিয় কর্মীর থেকে বিক্ষুব্ধদের সংখ্যা কয়েকগুণ বেশি হয়ে গেছিল। প্রকাশ্যেই অনেক বিজেপি নেতাকে প্রার্থীর বিরোধিতা করতে দেখা গেছে। অধিকাংশ বিজেপির নেতা কর্মী নির্বাচনে কাজ করেননি। তাই জেতা আসন হাতছাড়া হয়েছে। আরও একটা কারণ ২০১৯ লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছিল। এবারে সেই ভুল শুধরে নিয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রের ভোটদাতারা প্রমাণ করেছে, বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্ত্বে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব নেই।
  • Link to this news (আজকাল)