সরকারি সহায়তা ছাড়া তৈরি হল পিস হাভেন, উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ...
আজকাল | ১১ আগস্ট ২০২৪
মিল্টন সেন,হুগলি : অভাব ছিল। স্থানীয়দের দাবিও ছিল। এবার সেটাও পূরণ হল। মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা হল। শনিবার দুপুরে চন্দননগরবাসীর বহু কাঙ্খিত সেই পিস হাভেনের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে পালন করা হলো নীরবতা।
এদিন মেয়র বলেন, চন্দননগরে দুটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়েছে। মুসলিমদের জন্য কবরস্থানে কাজ করা হয়েছে। পিস হাভেনের চাহিদা ছিল, সেটাও পূরণ হল। চন্দননগর বিধানসভা উৎসব কমিটি এবং শহরের চারজন সমাজসেবী এই মৃতদেহ সংক্ষন কেন্দ্রটি তৈরি করতে সাহায্য করেছেন। কোনও প্রকারের সরকারি সাহায্য নেওয়া হয়নি।