• 'সাতদিনের মধ্যে বিচার হোক, হয় এনকাউন্টার, নতুবা ফাঁসিতে ঝোলানো উচিত অপরাধীকে', আরজি কর কাণ্ডে মন্তব্য অভিষেকের ...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ সকালে এই নৃশংস ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সন্ধেবেলায় সেই এক সুর অভিষেক ব্যানার্জির কণ্ঠেও। তাঁরও দাবি, দ্রুত বিচার শেষ করে অপরাধীকে হয় এনকাউন্টার, নতুবা ফাঁসিতে ঝুলিয়ে চরম শাস্তি দেওয়া উচিত।

    শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা ছিল সাংসদ অভিষেক ব্যানার্জির। সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ঘটনাকে 'নারকীয়' সম্বোধন করে অভিষেক বলেন, 'এই কাজ যারা করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু আমাদের দেশের আইন, বিচারব্যবস্থা এমন, আমাদের হাত-পা বাঁধা। এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।'

    ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পুলিশকেও আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি দেশের আইন, বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন। তাঁর বক্তব্য, 'বিজেপির উচিত তাদের নেতৃত্বকে বলা। আইনসভায় অর্ডিন্যান্স আনুন। এই ধরনের ঘটনায় সাত দিনে বিচার শেষ করতে হবে, এই নিয়ম আনুক। ছ’মাস পরে তা বিল আকারে আসুক। তা আনলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম— সবার উচিত সেই বিলকে সমর্থন করা।'

    মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই ঘটনার তদন্তে রাজ্য সরকারের উপর ভরসা না থাকলে, অন্য কোনও এজেন্সি দিয়েও তদন্ত করতে পারে। এ প্রসঙ্গে অভিষেক বলেন, 'সিবিআই তদন্ত করে কি মেয়েটি ফিরে আসবে? কেউ বলতে পারবেন, এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না? মুখে শুধু দৃষ্টান্তমূলক শাস্তির কথা বললে হবে না। দৃষ্টান্ত তৈরি করতে হবে।'
  • Link to this news (আজকাল)