• একাধিক বার বিয়ের পিঁড়িতে, পাড়ায় লোকে পছন্দ করত না মোটে, আরজি কর অভিযুক্তের চাঞ্চল্যকর তথ্য...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • তীর্থঙ্কর দাস: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। অভিযুক্ত সঞ্জয়ের বাড়ি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত রোডে ৫৫/বি এলাকায়। খোঁজ নিয়ে জানা গেল পাড়ায় খুব একটি সুনাম নেই অভিযুক্তের। পাড়া-প্রতিবেশীদের একাংশ আজকাল ডট ইনকে জানিয়েছেন, ছোটবেলা থেকে বক্সিং করতেন। তিনটে বিয়ে রয়েছে সঞ্জয়ের। প্রত্যেকটি বিয়ের বড়জোর টিকেছে তিন থেকে ছয় মাস।

    প্রতিবেশীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। তবে, অভিযুক্তের মায়ের বক্তব্য, তাঁর ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ছেলে এমন কাজ করতেই পারেনা। সঞ্জয়ের দিদি পূজা রায়ের বাড়িতে গেলে দরজায় তালা মারা অবস্থায় দেখতে পাওয়া যায়। ফোন করা হলেও সাড়া মেলেনি। প্রতিবেশীদের অভিযোগ, দিদি, বোনের সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক ভাল ছিল না। হামেশাই ঝামেলা থেকে থাকত তাঁদের মধ্যে।
  • Link to this news (আজকাল)