আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে হত্যার ঘটনায় ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হল। শনিবার শিয়ালদহ আদালতে তাকে পেশ করা হয়। অভিযুক্তের পক্ষ থেকে কোনও আইনজীবী এদিন সওয়াল করেননি।
শুক্রবার টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ‘এটা অতি ঘৃণ্য ধরনের অপরাধ। অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা আমরা দেখব। তাকে জেরা করা হয়েছে। প্রায় নিশ্চিত যে ওই অপরাধী।'