• বাড়ি বানানোর খরচ কমল শহরবাসীর, পুরসভার নয়া ঘোষণা
    দৈনিক স্টেটসম্যান | ১১ আগস্ট ২০২৪
  • শহরের ছোট ছোট বাড়ি নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে ফি অনেকটা হ্রাস করল কলকাতা পুরসভা। অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ আসছিল পুরসভার কাছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার মেয়র ফিরহাদ হাকিম শহরের নতুন সংশোধিত স্যাংশান ফিসের তালিকা প্রকাশ করলেন৷ এদিন ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র জানান, যাঁরা বাড়ি করছেন, অনেক সময়েই তাঁরা নিজেরাই জানেন না যে, ঠিক কত টাকা তাঁদের স্যাংশান ফিস দিতে হবে৷ এমনকী অনেক সময় তাঁদের থেকে বেআইনিভাবে বেশি টাকা নেওয়া হয় বলে জানান খোদ মেয়র৷

    এদিনের প্রকাশিত স্যাংশান ফিসের সংশোধিত তালিকা অনুযায়ী, ১ কাঠা জমির মধ্যে যাদের বাড়ি হচ্ছে, তাঁদের স্যাংশান ফিস হবে ৪০ হাজার টাকা৷ ২ কাঠার ক্ষেত্রে তা হবে ৭০ হাজার টাকা৷ আগে ২ লক্ষ ২০ হাজার টাকা ছিল। ৩ কাঠার বাড়ির ক্ষেত্রে, এখন সেই টাকার অঙ্ক কমিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে৷

    এক্ষেত্রে নিজের বসতবাড়ি হলে তবেই এই সুবিধা পাওয়া যাবে৷ প্রোমোটিং কিংবা ব্যাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণের ক্ষেত্রে মিলবে না এই সুবিধা৷ সেক্ষেত্রে অতীতে ধার্য ২ লক্ষ ২০ হাজার টাকাই স্যাংশান ফিস হিসাবে বহাল থাকবে৷ এই সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হবে বলে আশাবাদী কলকাতা পুরসভা৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)