• রাস্তা পেরোনোর সময় বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে দুর্ঘটনায় ফের চিতাবাঘের মৃত্যু...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবার চিতাবাঘের মৃত্যু হল। এবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকে।

    খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ এবং বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
  • Link to this news (আজকাল)